মানুষ সামাজিক জীব। বন্ধুত্ব একটি বিশাল ও গভীর তাৎপর্যপূর্ণ শব্দ। কর্মময় যান্ত্রিক জীবনের একঘেঁয়েমীতে একটু শীতল পরশ বুলিয়ে দিতে পারে ঘনিষ্ঠ কোনো বন্ধুর ‘হালো’! নওগাঁ কেডি সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদেরকে এমন একটি প্ল্যাটফরম করে দিবার লক্ষ্যেই কেডিয়ানের জন্ম।
তারুণ্য প্রতিটি মানুষের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। প্রবীণ বা মাঝ বয়সে এসেও তাই তারুণ্যের স্মৃতি আমাদের মনে দোলা দেয় অহরহ। অনেকে আবার তারুণ্যের স্মৃতি রোমন্থন করে নষ্টালজিয়ায় ভোগেন। স্কুল জীবনের অসংখ্য স্মৃতি প্রতিটি মানুষের জীবনেই উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ একটি অধ্যায়।
স্কুলের কোনো উপলক্ষ্যকে কেন্দ্র করে যদি ছোটোবেলার বন্ধুসহ সিনিয়র-জুনিয়রদের মিলনমেলা বসে তাহলে তা যেনো অন্যরকম একটা আবহ তৈরি করে। মানুষ ভুলে যায় তার বয়স, ভুলে যায় অবস্থান। সবকিছু ভুলে সে ফিরে যায় হারানো অতীতে, নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে চায়।